পাবনা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলী মূর্তজা বিশ্বাস সনিকে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান দাবি করে নাগরিক মঞ্চের আত্মপ্রকাশ হয়েছে।
বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলার চলমান বিভিন্ন সমস্যা তুলে ধরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলার মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ব্যাবসায়ী ও সুধিসমাজের একটি অংশ নাগরিক মঞ্চ গঠনের কথা জানান।
সংবাদ সম্মেলনের শুরুতেই পাবনা নাগরিক মঞ্চের সদস্য সচিব ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।
সভায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইদ্রিস আলী বিশ্বাসকে আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষাণা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম, সাবেক এমপি মুক্তিযোদ্ধ মকবুল হোসেন সন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, চন্দন কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় কুমার চাকী, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, প্রচার সম্পাদক কামিল হোসেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বুরো, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি রেজাউল করিম মনি, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নাসির উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি ফোরকান আলী, পৌর আ.লীগ সভাপতি তসলিম হাসান সুমন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আবুল কাশেমসহ ২১ শে বইমেলা উদযাপন পরিষদ, সুচিত্রা সেন চলচিত্র সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ৩০ জানুয়ারী পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তজা বিশ্বাস সনিকে।
এদিকে জেলা নাগরিক সমাজের অপর একটি সংগঠন বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরিক সংলাপ করবেন বলে নিশ্চিত করেছেন পাবনা নাগরিক পরিষদের আহ্বায়ক আব্দুল মতীন খান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন