নিখোঁজের পাঁচ দিন পর পটুয়াখালীর তেতুলিয়া নদী থেকে মনির হোসেন (৩৫) নামে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া নদীর ধূলীয়া পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত মনির উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল সত্তার মৃধার ছেলে।
এর আগে গত রবিবার রাতে বাউফলের তেঁতুলিয়া নদীর চর-কলাগাছিয়া পয়েন্টে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ হয় মনির। ঢাকা-পায়রাবন্দর-কলাপাড়া রুটের যাত্রীবাহী ডাবল ডেকার এ্যাডভেঞ্জার-১১ লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় তিন জেলে নদীতে পরে যায়। রাসেল ও জসিমকে স্থানীয় মাছ ধরার একটি ট্রলার নিয়ে উদ্ধার করলেও নিখোঁজ থেকে যায় মনির।
আহত জেলে রাসেল মৃধা জানান, তিনি (রাসেল), জসিম ও মনির নামের তিন জেলে রাতে নৌকা নিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে নামেন। রাত পৌনে একটার দিকে নৌকাটি তেঁতুলিয়া নদীর চর-কলাগাছিয়া পয়েন্টে অবস্থান করলে ঢাকা থেকে কলাপাড়ার উদ্যেশ্যে ছেড়ে আসা এ্যাডভেঞ্জার-১১ নামের লঞ্চটি নিয়ন্ত্রন হারিয়ে নৌকাটির উপর উঠিয়ে দেয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ