মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে প্রায় ১ হাজার অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা মাজহারুল ইসলাম মনির মুন্সি। শুক্রবার সকালে ওই উপজেলার নিয়ামতি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় নিয়ামতি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য আলী খলিফা, ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন