১৭ জানুয়ারি, ২০২১ ২১:৪৭

সেই ইউএনও'র উপর হামলায় আসামি রবিউলের বিরুদ্ধে চার্জ গঠন

দিনাজপুর প্রতিনিধি:

সেই ইউএনও'র উপর হামলায় আসামি রবিউলের বিরুদ্ধে চার্জ গঠন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা মামলায় পুলিশের চার্জশিটভূক্ত একমাত্র আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়েছে। 

রবিবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল তার আদালতে এই চার্জগঠন শুনানি করেন। একইসঙ্গে এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালতের বিজ্ঞ বিচারক। এ সময় ঘটনার অভিযুক্ত একমাত্র আসামি রবিউল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ।

দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন জানান, এই মামলার আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জগঠন শুনানি শেষ হয়েছে। তার বিরুদ্ধে ৪৫৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৫০৬(২), ৩৮০, ২০১ ধারা অনুযায়ী অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি এই মামলার স্বাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

এদিকে, ঢাকায় চিকিৎসা শেষে বর্তমানে ইউএনও ওয়াহিদা খানম বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছেন। আসামি রবিউল ইসলাম দিনাজপুর জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ঘোড়াঘাটের ইউএনও বাসভবনের সাবেক কর্মচারী।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর