ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বিকেলে এ ঘটনা ঘটে। এসময় অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পরিদর্শক বেলায়েত হোসেন বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে আখাউড়া উপজেলার পৌর শহরের সড়ক বাজার এলাকায় তাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পাশের এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মো. ইদন মিয়া (২৩) ও মো. আব্দুল হান্নান (৩৫) কে আটক করতে সক্ষম হলেও তাদের সহযোগী অপর মাদক ব্যবসায়ী মো. কালু মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের সকলের বাড়ি আখাউড়া উপজেলায়। পরে আটক মাদক ব্যবসায়ীদের পরিহিত জিপার এর বিভিন্ন পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে ব্রাহ্মণবাড়িয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানায়। সন্ধ্যায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        