১৭ জানুয়ারি, ২০২১ ২২:১৭

মেহেরপুরে অবৈধভাবে মাটি কাটায় দুইজনের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে অবৈধভাবে মাটি কাটায় দুইজনের কারাদণ্ড

মেহেরপুরে অবৈধভাবে পুকুরে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২ ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। দণ্ডিতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের মল্লিক শেখের ছেলে ইমাদুল ইসলাম (২৭) ও গাড়াডোব গ্রামের দীন মেহাম্মদের ছেলে আনোয়ার হােসেন (২৬)। রবিবার দুপুরে মেহেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, রবিবার দুপুরে আমঝুপি কালীতলাপাড়ার সড়কের পাশে ব্রিজ সংলগ্ন পুকুরের মাটি কাটছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দু’জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি-বালি সংরক্ষণ আইন-২০১০ এর ৫ ধারা অনুযায়ী দুইজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আটক দুজন জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর