গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার তিনটি এলাকায় গত দুইদিনে দুই নারী ধর্ষণের শিকার আরেক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ গ্রেফতারকৃতদের রবিবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেছে।
ধর্ষণের শিকার দুই নারীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো একই উপজেলার কাঠুরিয়া (ভান্নারা) এলাকার আবুল কালাম আজাদের ছেলে সাব্বির হোসেন স্বাধীন (২২), পৌর সভার হরিণহাটি এলাকার শারমিন আক্তারের ভাড়াটিয়া মৃত রমনী কান্ত দাসের ছেলে শ্রী চন্দন সরকার দাস (৩২) ও মাটি কাটা ছাপড়া মসজিদ এলাকার মামুনের বাড়ির ভাড়াটিয়া চয়ন কান্তি দাস (২৭)।
কালিয়াকৈর থানার এসআই আনিসুর রহমান জানান, পৃথক তিনটি ঘটনায় তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন