জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সোমবার বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
দুপুরে বিআইডব্লিউটিএ টার্মিনাল ভবনের নিচতলায় ২ শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন