এসো বই পড়ি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি। এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে ‘বই পড়া আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার নরসিংদীর প্রেসক্লাবের সামনে ‘বই পড়া আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির পেশার প্রায় তিনশতাধিক লোক অংশগ্রহণ করে।
মানববন্ধনে সরকারি-বেসকারি সহ সকল প্রতিষ্ঠানে বই এর সেলফ রাখার দাবী জানানো হয়।
বই পড়া আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা-সভাপতি ড. মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফরিদ উদ্দিন মুরাদ, জাতীয় মহিলা সংস্থা নরসিংদীর সভাপতি তাহমিনা আক্তার লাইলি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক ড. এএম আজমল মোর্শেদ, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ আহমাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আরমান, বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জাগরণী পাঠাগারের প্রতিষ্ঠাতা ডা. অছিউদ্দিন আহম্মদ, চেতনা বিকাশ রহিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, ডা. নাজমুল আলম ভূইয়া কাউছার, বেলাব সরকারি হোসেন আলী কলেজের প্রভাষক শফিকুল ইসলাম বকুল, কবি রহিমা মফিজ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন