ঘন কুয়াশার কারণে টানা ৮ ঘন্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় ৪ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা রয়েছে।
এর আগে গতকাল বুধবার (২০ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে যখন পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব ব্যাপক আকার ধারণ করে। নদী পথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায় তখন দুর্ঘটনার শংঙ্কায় এরুটের ১৬টি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে শত শত যানবাহন আটকা পড়েছে।
রাজবাড়ীর ট্রাফিক ইন্সেপেক্টর তাজ বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে প্রায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস এবং পচনশীল দ্রব্য বহনকারী ট্রাকগুলোকে পার করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ