২১ জানুয়ারি, ২০২১ ১৬:৪৯

নাটোরে ঘর পাবে ৫৫৮ গৃহহীন পরিবার

নাটোর প্রতিনিধি

নাটোরে ঘর পাবে ৫৫৮ গৃহহীন পরিবার

নাটোরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ৫৫৮টি ঘর পাবে গৃহহীন ও ভূমিহীন পরিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. শহারিয়াজ জানান, প্রধানমন্ত্রীর সদিচ্ছা একজন ব্যক্তিও গৃহহীন থাকবে না। তারই অংশ হিসেবে প্রথম  পর্যায়ে সারা দেশে পরিবার প্রতি দুই শতাংশ জমি ও ৬৬ হাজার ১৮৯টি গৃহ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে নাটোরে ৯ কোটি ৫৪ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ৫৫৮টি গৃহ নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়।

আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী আনুষ্ঠনিকভাবে গৃহ প্রদান করবেন। জেলা প্রশাসক জানান, ৫৫৮টি গৃহ ছাড়াও সাংসদরা ও জেলা পরিষদের মাধ্যমে আরো ৯০টি ঘর নির্মাণ করা হচ্ছে। 

সংবাদ সম্মেলনে নাটোরের ডিডিএলজি গোলাম রাব্বি, এডিসি রেভিনিউ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনসহ জেলার কর্মকর্তা এবং প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর