২১ জানুয়ারি, ২০২১ ১৭:০৪

গোসাইরহাটে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি

গোসাইরহাটে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আরিফুজ্জামান (উজ্জল) কর্তৃক আয়োজিত আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার দুপুর ১২টায় গোসাইরহাট উপজেলার ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল খায়েল শেখ, সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. সাজাহান, খেলা পরিচালনা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আরিফুজ্জামান (উজ্জল) ও মো. মাইনুদ্দিন পেয়াদাসহ অনেকেই।

ফাইনাল খেলায় সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ৮৬ রানে পট্রি সুপার কিং ক্রিয়া দলকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার তুলে দেন নাহিম রাজ্জাক এমপিসহ অতিথিরা।

উল্লেখ্য, আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোসাইরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে ২০টি দল অংশগ্রহণ করে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর