২১ জানুয়ারি, ২০২১ ১৭:৪৬

নেত্রকোনায় ঘর পাচ্ছেন ১০৩০ জন গৃহহীন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ঘর পাচ্ছেন ১০৩০ জন গৃহহীন

নেত্রকোনায় ১০৩০ জন গৃহহীনকে ঘর দেবে সরকার। এ লক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কাজি আবদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কাযার্লয় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ‘মুজিববর্ষে বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না’ বাস্তবায়িত কর্মসূচীতে ঘরগুলো দেয়া হচ্ছে।

এক একটি ঘর ১ লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে নির্মাণ করে দেয়া হচ্ছে জেলার ১০ উপজেলায়।

মোট ৯৬০ টি ঘর। এছাড়াও প্রতি পাঁচজন করে মোট ১৪ টি ব্যারাকে আরো ৭০ জনকে রত্নপুর আশ্রয়ন প্রকল্পে গৃহায়ণ করা হচ্ছে।

নেত্রকোনা জেলায় ৯৬০ টির মধ্যে জেলা সদরে ৪৩টি, কেন্দুয়ায় ৫০ টি, দূর্গাপুর ৩৫টি, পূর্বধলা ৫৩ টি, কলমাকন্দা ১০১ টি, মোহনগঞ্জ ৩৬ টি, অটপাড়া ৯৮ টি, মদনে ৫৬ টি বারহাট্টা ৪৫ টি ও খালিয়াজুরী উপজেলাতে ৪৪৩ টি গৃহ নির্মাণ করা হয়েছে।

প্রত্যেকটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও সামনে বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দিয়ে নির্মাণ করা হচ্ছে।

আনুষ্ঠানিকভাবে এসব ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৩ জানুয়ারি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর