২১ জানুয়ারি, ২০২১ ১৯:০১

বাংলাদেশি ২০ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌ-বাহিনী

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

বাংলাদেশি ২০ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌ-বাহিনী

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলেকে মারধর করে ৯ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌ-বাহিনী।

বুধবার রাতে ২০ জেলে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটে ফিরে আসেন বলে নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন।

ইউপি সদস্য নুরুল আমিন জানান, সেন্টমার্টিনের অদূরে গলাচিপা নামক এলাকায় টেকনাফের শাহপরীর দ্বীপের ৪টি ট্রলারে মাছ ধরতে যায় ২০ জন জেলে। পরে বুধবার দুপুরের দিকে হঠাৎ মিয়ানমারের নৌ-বাহিনী এসে তাদের ধরে নিয়ে যায়। এরপর ৯ ঘণ্টা তাদের আটকে রেখে মারধর করে। এছাড়াও তাদের ৩টি মাছ ধরার জাল নিয়ে নেয়। পরে সন্ধ্যার দিকে তাদেরকে ছেড়ে দেয়। 
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ অবহিত করেনি। পরে সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশি ২০ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারি। এরপর শাহপরীর দ্বীপের ঘাট এলাকার জেলেদের সভাপতি জানিয়েছে ধরে নিয়ে যাওয়া জেলেদের বুধবার রাতেই ছেড়ে দিয়েছে মিয়ানমার। এখন ২০ জন জেলে সবাই তাদের স্ব-স্ব বাড়িতে অবস্থান করছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর