২১ জানুয়ারি, ২০২১ ১৯:০৩

মুন্সীগঞ্জে গৃহহীনদের জমিসহ ঘর প্রদান বিষয়ে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে গৃহহীনদের জমিসহ ঘর প্রদান বিষয়ে সংবাদ সম্মেলন

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান বিষয়ে এক সংবাদ সম্মেলন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুন্সীগঞ্জ জেলায় প্রথম পর্যায়ে দুই হাজার ১৭৩টি পরিবারের মধ্যে ৫০৮টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে ২০২১ সালের মধ্যে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠীর বাসস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। দুই শতাংশ জমির ওপর দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার এস এম শফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আদিবুল ইসলাম, জেলা জজ কোটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লরানী প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর