২১ জানুয়ারি, ২০২১ ২২:৪৬

বরগুনা জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

বরগুনায় মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ বরাদ্দ কার্যক্রম নিয়ে বরগুনা জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা লুৎফুর রহমানসহ জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, বরগুনা জেলাসহ দেশের ২১টি জেলার ৪৪টি উপজেলায় প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। বরগুনা জেলার ৬টি উপজেলায় "ক" শ্রেণিভুক্ত ১০৩৩ পরিবারকে ২৩২ টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এদের মধ্য ২২১টি পরিবারকে ২শতাংশ করে জমি বন্দোবস্ত দেয়া হয়েছে। ২০টি পরিবারকে দানকৃত জমিতে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর