শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
রায়পুরে ২৫ গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
অনলাইন ভার্সন

মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘর পাচ্ছেন ২৫ ভূমিহীন-গৃহহীন পরিবার। যদিও ইতোমধ্যে এ প্রকল্প নিয়ে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। তবুও প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি গ্রহহীন পরিবার। পাকা ঘর বরাদ্দ পাওয়া সবাই গৃহহীন ও ভূমিহীন বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জমি ও পাকা ঘর পাবেন তা কখনোই কল্পনা করতে পারেননি গৃহহীনরা। তাই প্রাণভরে প্রধানমন্ত্রীকে দোয়া করছেন এবং তার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেছেন।
সরেজমিন ঘুরে জানা যায়, মফিজ সরদার সৌভাগ্যবানদের একজন। তিনি দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাটের বেড়িবাঁধের পাশে ঝুপড়ি ঘরে থাকতেন। নিজেও শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারতেন না। তার দুরবস্থার খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন চৌধুরীর কানে পৌঁছায়। পরে জেলা প্রশাসকের নির্দেশে তাকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়। ঘর পাওয়ার অনুভূতি জানিয়ে মফিজ সরদার বলেন, “আমি বড় কষ্টে দিনাতিপাত করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করুন।’
উপজেলা সহকরী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী জানান, কয়েকটি ক্যাটাগরিতে একেবারেই ভূমিহীন, অন্যের বাড়িতে আশ্রিত থাকছেন, এমন ২৫টি পরিবারকে বাছাই করে পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারের জন্য দুই রুম, বাথরুম ও কিচেন ঘর নির্মাণ করা হচ্ছে। যার নির্মাণকাজ প্রায় শেষ। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এসব ঘর নির্মাণে যেন কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি না হয় তা তদারকি করছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন, ভূমিহীন, হতদরিদ্র মানুষের জন্য রায়পুর উপজেলায় ২৫টি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক ২৫টি ভূমিহীন পরিবারের জন্য পাকা ঘরের ব্যবস্থা করেছি। এতে সবাই খুশি। শনিবার আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর