শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
রায়পুরে ২৫ গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
অনলাইন ভার্সন
মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘর পাচ্ছেন ২৫ ভূমিহীন-গৃহহীন পরিবার। যদিও ইতোমধ্যে এ প্রকল্প নিয়ে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। তবুও প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি গ্রহহীন পরিবার। পাকা ঘর বরাদ্দ পাওয়া সবাই গৃহহীন ও ভূমিহীন বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জমি ও পাকা ঘর পাবেন তা কখনোই কল্পনা করতে পারেননি গৃহহীনরা। তাই প্রাণভরে প্রধানমন্ত্রীকে দোয়া করছেন এবং তার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেছেন।
সরেজমিন ঘুরে জানা যায়, মফিজ সরদার সৌভাগ্যবানদের একজন। তিনি দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাটের বেড়িবাঁধের পাশে ঝুপড়ি ঘরে থাকতেন। নিজেও শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারতেন না। তার দুরবস্থার খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন চৌধুরীর কানে পৌঁছায়। পরে জেলা প্রশাসকের নির্দেশে তাকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়। ঘর পাওয়ার অনুভূতি জানিয়ে মফিজ সরদার বলেন, “আমি বড় কষ্টে দিনাতিপাত করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করুন।’
উপজেলা সহকরী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী জানান, কয়েকটি ক্যাটাগরিতে একেবারেই ভূমিহীন, অন্যের বাড়িতে আশ্রিত থাকছেন, এমন ২৫টি পরিবারকে বাছাই করে পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারের জন্য দুই রুম, বাথরুম ও কিচেন ঘর নির্মাণ করা হচ্ছে। যার নির্মাণকাজ প্রায় শেষ। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এসব ঘর নির্মাণে যেন কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি না হয় তা তদারকি করছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন, ভূমিহীন, হতদরিদ্র মানুষের জন্য রায়পুর উপজেলায় ২৫টি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক ২৫টি ভূমিহীন পরিবারের জন্য পাকা ঘরের ব্যবস্থা করেছি। এতে সবাই খুশি। শনিবার আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
এই বিভাগের আরও খবর