রায়পুরে ২৫ গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর

আপনার মন্তব্য
পরবর্তী খবর
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
পরবর্তী খবর
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বরিশাল জেলা (দক্ষিণ) কৃষক দলের আহ্বায়ক এইচএম মোহসিন আলম এবং সদস্য সচিব শফিউল আলম শফরুল বৃহস্পতিবার এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
ঘোষিত বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক হয়েছেন খান সুলতান মাহমুদ জলিল এবং সদস্য সচিব হয়েছেন মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস। এছাড়া মো. মুজাম্মেল হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মো. আ. কুদ্দুস হাওলাদার মন্টু, মো. আল আমিন হাওলাদার, মো. নাজমুল হাসান শহীদ, মো. শাহিন জোমাদ্দার, মো. তোফাজ্জেল হোসেন মোল্লা, মো. সাহাবুদ্দিন হাওলাদার, মো. কবির খান ও মো. সাইদুল ইসলাম হাওলাদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে ২০ জন সদস্য করা হয়েছে। এই কমিটিকে বেঁধে দেয়া সময়ের মধ্যে সম্মেলন করে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা কৃষক দলের সদস্য সচিব শফিউল আলম শফরুল বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করে বলেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন জোরদার করতে পর্যায়ক্রমে সব উপজেলায় সক্রিয়দের দিয়ে কমিটি হালনাগাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা
পরবর্তী খবর
গাজীপুরের কালিয়াকৈরে অপহরণের ৩ দিন পর অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কালামপুর এলাকার ওই ছাত্রী সোমবার বিকেলে বাড়ির পাশে হাঁটছিল। একই এলাকার আলমাছের ছেলে নাজিমউদ্দিনসহ আরও ২ জন সিএনজিযোগে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে সোমবার মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পরে কালিয়াকৈর থানা পুলিশ গতকাল বুধবার রাতে উপজেলার মৌচাক এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, এ ঘটনায় ভিকটিমকে উদ্ধার করে মামলা দায়ের করা হয়েছে।বিডি প্রতিদিন/ফারজানা
পরবর্তী খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা এবং মাস্টার্সের লিখিত পরীক্ষা-সহ সকল বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্রজমোহন কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় কলেজের সামনের সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
সড়ক অবরোধকালে তারা প্রশ্ন তোলেন, হাটবাজার, সিনেমা হল, অফিস আদালত সব চলছে। অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ৭ কলেজের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের অন্তভুক্ত কলেজগুলোর পরীক্ষার সূচি ঘোষণা করা হয়নি। এতে তারা শিক্ষা জীবন থেকে পিছিয়ে পড়ছেন। অনার্স এবং মাস্টার্স পরীক্ষা শেষ না হওয়ায় তারা বিসিএস-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির আবেদন করতে পারছেন না। এতে তাদের জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকলেও অবরোধকারী শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে পারেননি।
বেলা সাড়ে ১২টার দিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের নানা আশ্বাস দিলেও পরীক্ষার সময় সূচি ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থীরা।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল জানান, শিক্ষার্থীদের আন্দোলন এবং সড়ক অবরোধের বিষয়টি কলেজ প্রশাসন-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষার্থীরা যাতে বিচ্ছৃঙ্খলা করতে না পারে এবং জনদুর্ভোগ যাতে কম হয় সে লক্ষ্যে সতর্ক রয়েছেন তারা।
বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া জানান, সার্বিক পরিস্থিতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যাতে জনদুর্ভোগ না হয় সেই চেষ্টা করছেন তিনি-সহ অন্যান্য শিক্ষকরা।
বিডি প্রতিদিন/কালাম
পরবর্তী খবর
ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ভাঙ্গা দমকল বাহিনীর ২টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন প্রধান খোকন জমাদার জানান, অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছি।বিডি প্রতিদিন/আবু জাফর
পরবর্তী খবর
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা শাখার ২৩তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পাদদেশে ২দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন কমরেড আজাহারুল ইসলাম আরজু।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মণ্ডলীর সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ লেলিন, অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, মজিবুর রহমান, মো. আরশেদ আলী উপস্থিত ছিলেন।
আগামীকাল সাংগঠনিক অধিবেশনের মধ্যদিয়ে নতুন জেলা কমিটি গঠিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা
পরবর্তী খবর