শীতের ভরা মৌসুম, তবুও কমছে না সবজির দাম। সিলেটের বিশ্বনাথ উপজেলায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে নানা জাতের মৌসুমি সবজি। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। অতি মূল্যের কারণ হিসেবে করোনার প্রাদুর্ভাব, বৃষ্টি, বন্যা ও কুয়াশাকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
সরেজমিন বাজার ঘুরে দেখা গেছে, পার্শ্ববর্তী বাজারে যে সবজি (ফুলকপি) বিক্রি হচ্ছে ৩০ টাকায়, তা বিশ্বনাথ বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তাছাড়া বিশ্বনাথ পুরানবাজার ও নতুনবাজারে ভিন্ন-ভিন্ন দামে বিক্রি হচ্ছে একই সবজি। বিক্রেতারা ইচ্ছে মতো হাঁকছেন দাম।
দেখা যায়, নতুন বাজারে ফুলকপি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায় আর পুরান বাজারে একটি সবজি বিক্রি হচ্ছে ২০ টাকায়। একই ভাবে বাঁধাকপি ৩০-২০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১২০ টাকা, টমেটো ২৫-৩০ টাকা, আলু ১৮-২০, শিম ১৫-২০, শসা ২০-২৫, ধনিয়া ৪০-৪৫ টাকায়, লাউ ১৫-২০, বেগুন ৩০-৩৫ ও শিমের বিচি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা জানান, অধিক দামে ক্রয় ও যানবাহন খরচের কারণে সামান্য লাভে আমরা সবজি বিক্রি করছি। এ ব্যাপারে
উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, বাজার মনিটরিংয়ের মাধ্যমে বিষয়টি আমরা দেখছি।
বিডি প্রতিদিন/আবু জাফর