সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে ১০০ জন প্রবীণ ব্যক্তিকে বয়স্কভাতা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ। শনিবার বিকালে স্থানীয় বেরিগাঁও প্রাইমারি স্কুল মাঠে উপকারভোগী প্রত্যেক প্রবীণকে ৩০০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠিত ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব আব্দুস সোবহান মাস্টারের সভাপতিত্বে ও পদক্ষেপের এরিয়া ম্যানেজার গোলাম ইয়াহিয়ার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকটে আবুল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুরমা ইউনয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার ডিলার।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পদক্ষেপের উপ-পরিচালক হাসানুর রহমান। তিনি জানান, ২০১০ সালের সদর উপজেলার সুরমা ইউনিয়নে কার্যক্রম শুরুর পর থেকে পদক্ষেপ বয়স্কভাতা, এককালীন আর্থিক সুবিধা, ভরণপোষণ, সামাজিক কেন্দ্র স্থাপন, কম্বল চাদর ও হুইল চেয়ার প্রদানসহ প্রবীণদের জন্য নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে।
বিডি প্রতিদিন/এমআই