নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা যুবলীগের উদ্যোগে শহরের জেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মজিদ মাহমুদ সাদী, ব্যারিস্টার তৌফিকুর রহমান, শামসুল আলম অনিক প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন