কৃষক বাঁচলে দেশ বাঁচবে-এ প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে অত্র ইউনিয়নের বাইশমৌজা বাজারে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বীরগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী কে. এম. মামুনুর অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজ্বী জহিরুল হক জরু মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, নবীনগর পৌর কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার খান। এর আগে কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠানের শুরু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন