গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর পঞ্চাশোর্ধ নারী কমলা বেগমের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কমলা বেগম উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী। শুক্রবার (২৯ আগস্ট) ভুতুলিয়া গ্রামের ঝোপের গর্ত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর থানার চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহতের স্বামীর বরাত দিয়ে জানান, সকালে কমলা বেগম ও তার স্বামী কদম আলী একসাথে বাড়ী থেকে বের হয়। কদম আলী কাজের উদ্দেশ্যে এবং কমলা বেগম বাড়ীর অদূরে ঝোপজঙ্গলে ৪/৫টি তাল গাছ রয়েছে সেখানে তাল কুড়াতে যায়। দুপুরে নিহতের স্বামী মাঠের কৃষি কাজ থেকে বাড়ী ফিরলেও স্ত্রী কমলা বেগম বাড়ী ফিরে নাই। পরে আশপাশের বাড়ীতে খোঁজাখুঁজি করেতে থাকে। তার কোনো সন্ধান না পেয়ে প্রতিবেশীরাও ওই নারীকে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের পর প্রতিবেশী এক নারী ঝোপঝাড়ের ভেতর মাটি খোড়া দেখতে পেয়ে তার সন্দেহ হয়। ওই নারীর চিৎকার শুনে আশপাশের বাড়ীর নারী পুরুষ এসে মাটিচাপা দেওয়া অবস্থায় কমলা বেগমের লাশ দেখতে পায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, মাটিচাপা দেওয়া অবস্থায় নারীর গলাকাটা মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই নারীর মুখমন্ডল থেঁতলানোসহ সুরতহালে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম