রেজুখাল চেকপোস্টে অভিযানে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর সহায়তায় সরবরাহকৃত শিশু খাদ্য ‘সুপার সিরিয়াল’ এর দুই হাজার প্যাকেটসহ দুই চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
নিয়মিত তল্লাশির সময় কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সুপার সিরিয়াল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।
অভিযানে আটকরা হলেন চকরিয়ার চিরিঙ্গা সওদাগরঘোনা এলাকার মো. নুরুজ্জামানের ছেলে মো. জয়নাল আবেদীন (২৮) ও একই উপজেলার মালুমঘাট হাজীপাড়া এলাকার মো. নুর মোহাম্মদের ছেলে মো. রাজিব হোসেন (২০)।
এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। আটক আসামি ও জব্দ মালামাল নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম