গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আজ রবিবার দুপুরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার হাজার করোনাভাইরাসের ভ্যাকসিন মজুত রাখা হয়েছে। এদিন প্রথমে টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাজ্জাক মাহমুদ। কালিয়াকৈর উপজেলায় আজ নয়জনকে টিকা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল বেলাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর পৌরসভা মেয়র মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত রায় সহ অনেকেই।
বিডি প্রতিদিন/আবু জাফর