কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে ৩ বছরের শিশু শফি হত্যার ঘটনায় প্রতিবেশি মামা আলমাস ইসলাম অপুকে (১৫) পুলিশ আটক করেছে। এর আগে নিহত শফির বাবা জাহেদুল ইসলাম বাদী হয়ে অপুকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত অপুকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
আদালতে জিজ্ঞাসাবাদে অপু গুরুত্বপূর্ণ তথ্য দেয় বলে জানায় পুলিশ। আদালতের নির্দেশে অভিযুক্তকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়।পরে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে রাখা হয়েছে।
রৌমারী থানার অফিসার ওসি মোন্তাছের বিল্লাহ এবং কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার শরিফুল আলম এসব তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে রৌমারী উপজেলার জাহেদুল ইসলামের শিশু শফি নিখোঁজ হলে অনেক খোঁজার পর পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে তার লাশ এলাকাবাসীরা দেখে পুলিশে খবর দেয়। পরে তার লাশ পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত শফি উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের প্রাইমারি স্কুল শিক্ষক জাহেদুল ইসলামের একমাত্র ছেলে। অভিযুক্ত কিশোর অপু একই ইউনিয়নের সাটকড়াইবাড়ী গ্রামের আব্দুর রউফের ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার