বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও বগুড়া সেনানিবানের পদাতিক ডিভিশনের আয়োজনে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মহাস্থান জাদুঘরের কাছে প্রত্নস্থল জাহাজ ঘাটা থেকে শিবগঞ্জ থানার গেটের সামনে বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত ওই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীর জানান, ১৬ বছরের বেশি বয়সের যেকোনো পুরুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে প্রতিযোগিকে আগামী ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে নিজ ইউনিয়নে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনকারীর অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে। রেজিস্ট্রেশন করতে পারবে এক হাজার ৫০ জন।
এ সময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, ১২-ই বেঙ্গল ১১ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার মির্জা রঞ্জু আহমেদ, বিহার ইউনিয়নের চেয়ারম্যান মুহিদুল ইসলাম ও শিবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবুসহ ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব বৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন