নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ৪০০ পিস ইয়াবাসহ মো. আমান হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করে র্যাব।
আজ বুধবার বেলা সাড়ে ১২টায় র্যাব-১১'র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমান হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন নুনেরটেক চর কমলাপুর এলাকার মৃত মহর আলীর ছেলে। সে পেশায় একজন রং মিস্ত্রি। দীর্ঘদিন যাবত রং মিস্ত্রি পেশার আড়ালে সে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান জসিম উদ্দিন চৌধুরী।
বিডি প্রতিদিন/আবু জাফর