ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত এক পরিবহনের চাপায় মো. আওয়াল হোসেন (৭৫) নামের এক পথচারীর বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আওয়াল উপজেলার কাজিরগাঁও এলাকার প্রয়াত বেংগ প্রধানের ছেলে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জন রবিন দাস জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহনের নিচে চাপা পড়ে বৃদ্ধা আওয়াল ঘটনাস্থলে মারা যান। তিনি আরও জানান নিহতের মরদেহ উদ্ধার করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তার পরিবারের লোকজন আসলে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন