সাভারের আশুলিয়ায় হত্যা মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়া থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী বলছে, কয়েক বছর আগে মিরপুর লালকুটি এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার ফজর আলীর ছেলে 'গালকাটা' মমিন। নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়ের করলে আদালত মমিনকে চৌদ্দ বছরের কারাদণ্ড প্রদান করে। এতদিন মমিন পলাতক ছিলেন।
মমিনের বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে থানায়। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলেও জানান এলাকাবাসী। অস্ত্রের ভয়ে এতদিন এলাকাবাসী তার এসব অপকর্মের প্রতিবাদ করতে পারেননি। অবশেষে মমিনকে আটক করায় এলাকায় মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
আশুলিয়া থানার এস আই হারুন অর রশিদ মমিনকে আটকের বিষয়টি নিশিচত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        