গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি বলেছেন, মহিলাদের প্রতি সহিংসতাকারীরা কখনও মানুষ হতে পারে না। তারা মানুষ নামের অমানুষ। যারা শিশু কিশোর মেয়েদের বিভিন্ন ভাবে নির্যাতন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ। তাদের কোন ভাবে ছাড় দেয়া যাবে না।
আজ বুধবার সন্ধ্যায় পুবাইল থানা প্রাঙ্গণে আয়োজিত মাদক সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. ইলতুৎ মিশের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি পুলিশ কমিশনার আশরাফ-উল-ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতুল্লাহ খান, কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, ওসি নাজমুল ইসলাম, লতা হারবাল বিডি লি. এর চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম প্রমুখ। পরে প্রধান অতিথি থানা প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ রোপন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার