যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক ইস্রাফিল হোসেন হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল জজ (জেলা জজ) আদালতের বিচারক সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন যশোর সদর উপজেলার ঘুনী মাঠপাড়ার মৃত সেকেন্দার আলী শেখের ছেলে ইউনুচ আলী শেখ, অভয়নগর উপজেলার স্বরখোলা গ্রামের মৃত জয়নাল আবেদিন মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা ও কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের মৃত এয়াকুব আলী খানের ছেলে ইউনুচ আলী খান।
স্পেশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা জানান, দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে ওই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত তিনজন জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। তিনি আরো বলেন, এ মামলায় নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন