গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার উত্তর বক্তারপুর মরিয়ম কেজি স্কুল মাঠে ৪ ও ৬ নং ওয়ার্ডের জনসাধারনের উপস্থিতিতে বার্ষিক গণ শুনানী অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০১৮ সালে বেসরকারী উন্নয়ন সংস্থা রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কালিয়াকৈর পৌরসভার প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য কার্ড প্রদান করেন।
গণ শুনানীতে কাউন্সিলর সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র সামসুল আলম সরকার, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, প্রজেক্ট কো- অর্ডিনেটর আব্দুস সবুর মিয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলামসহ সেবাদানকারী বিভিন্ন হাসপাতালের ব্যবস্থাপক ও সেবাগ্রহীতারা।
প্রসঙ্গত, গণ শুনানীতে সেবাগ্রহীতারা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার দাবী জানান।
 
বিডি প্রতিদিন / অন্তরা কবির 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        