দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বরিশাল বিভাগের নির্বাচিত ৭ জন মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত ৭ মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
এরা হলেন বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ, পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন, ভোলার দৌলতখান পৌরসভার মেয়র মো. জাকির হোসেন, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, বরিশাল জেলার গৌরনদী পৌঁরসভার মেয়র হারিছুর রহমান হারিছ, মেহেন্দিগঞ্জ পৌরসভার মো. কামাল উদ্দিন খান এবং পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবির।
পরে ৭ পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাকসহ নব নির্বাচিত ৭ পৌর মেয়র এবং কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন