লাকসাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ উপস্থাপনা করেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) ডিএই, কুমিল্লা কৃষিবিদ মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন তুহিন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রাসারণ অফিসার মো. আবদুল হালিম, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহম্মদ, উপ-সহকারী কৃষি অফিসার মো. আবদুল আউয়াল প্রমুখ। কৃষক প্রশিক্ষণে লাকসাম উপজেলা ও পৌরসভার বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন