২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৪৯

কালিয়াকৈরে স্বাস্থ্য বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে স্বাস্থ্য বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার সফিপুর সার্কেল অফিসের মাঠে ৯ নম্বর ওর্য়াডের সেবা গ্রহীতাদের উপস্থিতিতে বার্ষিক গণশুনানি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রিক’ কর্তৃক বাস্তবায়িত পৌরসভার দরিদ্র পরিবারের জন্য হেলথ কার্ডের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা চালু রয়েছে।

বার্ষিক গণশুনানিতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আহাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র সামসুল আলম সরকার, রিকের প্রজেক্ট কো- অর্ডিনেটর আব্দুস সবুর মিয়া।

আরও বক্তব্য রাখেন সাংবাদিক শহিদুল ইসলাম, সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপক শাহ আলম মিয়া ও তানহা হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক গোলাম মোস্তফাসহ সেবা গ্রহীতারা। গণশুনানিতে সেবা গ্রহীতারা স্বাস্থ্যসেবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার দাবি জানান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর