২ মার্চ, ২০২১ ১৯:০৫

হবিগঞ্জে তিন ইটভাটাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে তিন ইটভাটাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের বাহুবল ও সদর উপজেলায় ইটের পরিমাপে কম থাকায় ৩ ইটভাটাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চুনারুঘাট উপজেলায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল পৃথক অভিযানে এই জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, ইটের পরিমাপে কম থাকায় তিন ইটভাটাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান ও র‌্যাবের একটি টিম।

চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার মিল্টন চন্দ্র পাল জানান, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মো. কামাল মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর