৪ মার্চ, ২০২১ ১৫:২২

বরগুনায় যুব কর্মসংস্থান বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি

বরগুনায় যুব কর্মসংস্থান বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

বরগুনা সদর উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব মিলনায়তনে আজ বুধবার বে-সরকারী উন্নয়ন সহযোগী সংগঠন 'জাগোনারী' ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)-এর সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করে। 

সভায় কমিউনিটি পর্যায়ে সরকারি পরিষেবার কার্যকারিতা শীর্ষক, যুব কর্মসংস্থান বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অতিথি ছিলেন, উপ-পরিচালক যুবউন্নয়ন অধিদপ্তর সনজিৎ কুমার দাস,মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নাহার মুন্নী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা বিভাস চন্দ্র, জাতীয় মহিলা সংস্হার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা,জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি প্রমূখ।  

এছাড়াও, যুবউন্নয়ন, মহিলা অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আত্মকর্মসংস্থানের লক্ষে প্রশিক্ষণ প্রাপ্ত সামাজিক পর্যায়ের যুব উদ্যোগীরা অংশ গ্রহন করেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে সমস্যা ও সম্ভবনা বিষয় প্রস্তাবনা তুলে বক্তব্য রাখেন, গণমাধ্যম কর্মী, মনির হোসেন কামাল,জাফর হাওলাদার, সোহেল হাফিজ, শহিদুল স্বপ্ন,ইউপি  স্বপন দাস, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া,কমিনিটি নেতা, জিহাদ মাহমুদ, রিংকু রাণী।

গণশুনানির শেষভাগে গৃহীত সুপারিশ প্রশাসনের মাধ্যমে সরকারের নীতিনির্ধারক মহলে তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর