৭ মার্চ, ২০২১ ১৪:৩১
মূর্তিটি ৪০০ বছরের পুরনো বলে স্থানীয়দের ধারণা

পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল সোনালি মূর্তি

অনলাইন ডেস্ক

পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল সোনালি মূর্তি

সংগৃহীত ছবি

ইটভাটার জন্য পুকুর থেকে মাটি খোঁড়ার সময় ৪০০ বছরের একটি পুরনো সোনালি রঙের মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির ওজন এক কেজি ৪২০ গ্রাম। লম্বায় পৌনে আট ইঞ্চি। শনিবার সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামের বাবুর পুকুরে মূর্তিটির সন্ধান মেলে। 

মূর্তিটি ৪০০ বছরের পুরনো বলে স্থানীয়রা ধারণা করছেন। তালার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন এক্সাভেটর মেশিন দিয়ে ইটভাটার জন্য মাটি খোঁড়ার সময় একটি সোনালি মূর্তি পেয়েছেন। মূর্তিটি পুলিশ হেফাজতে আছে। 

তিনি জানান, মূর্তিটি স্বর্ণের কি না, তা জানতে পরীক্ষা করা হয়েছে। স্বর্ণকাররা জানিয়েছেন, এটি পিতলের তৈরি মূর্তি।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর