ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক।
পরে ফুল দিয়ে আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর। জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান। পরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন