৭ মার্চ, ২০২১ ১৬:৪০

অনুপ্রবেশের দায়ে রৌমারীতে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

অনুপ্রবেশের দায়ে রৌমারীতে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক যুবকের নাম আব্দুল হাই (৩৫)। তিনি উপজেলার শৈলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে।

গতকাল শনিবার মধ্যরাতের দিকে বেহুলারচর সীমান্তের ১০৬১নং মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করলে কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটককৃত আব্দুল হাই উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল হাই গত রাতে গরু আনার জন্য অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

এ ব্যাপারে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুন্তাছির মামুন বলেন, আটকের বিষয়টি জেনেছি। তবে এখনও এ ব্যাপারে বিএসএফ কোনো তথ্য জানায়নি বা থানায় কেউ অভিযোগ করেনি।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর