৭ মার্চ, ২০২১ ২২:০৭

ফুলপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফুলপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

ময়মনসিংহের ফুলপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো হয়। 

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগসহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভুঁইয়ার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় শিল্পী লাবনী রায় ও মোফাজ্জল হোসেনসহ অংশ নেন, উপজেলা শিল্পকলা একাডেমি, এমবিশন স্কুল ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী। বক্তব্যে জাতির জনকের ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর