৭ মার্চ, ২০২১ ২২:৩৪

নাটোরে ভুয়া চিকিৎসকের জরিমানা ও ৬ মাসের দণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরে ভুয়া চিকিৎসকের জরিমানা ও ৬ মাসের দণ্ড

নাটোরে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

নাটোরে ইদ্রিস আলী (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দরাপপুর বাজারে একটি ডায়াগনস্টিক থেকে তাকে আটকের পর জরিমানা ও দণ্ড দেওয়া হয়।

জানা যায়, সিপিসি-২ র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত উপজেলার দরাপপুর বাজারে অভিযান চালায়। এসময় ইলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট ফার্মেসি নামে লাইসেন্সবিহীন একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ইদ্রিস আলী নামে একজন ভুয়া চিকিৎসককে আটক করা হয়।

আটক ব্যক্তির এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপসন করে চিকিৎসা দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। দণ্ডপ্রাপ্ত ইদ্রিস আলী ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত অফের উল্লার ছেলে বলে জানা গেছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর