৮ মার্চ, ২০২১ ১৮:০৮

নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন

‘করোনা বিশ্বে নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, সমতা অর্জনে নারী নেতৃত্ব নিশ্চিত করি’-এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে মানবাধিকার ফোরাম, এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা।

এতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, শিক্ষক ও সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সনাকের সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজুর রহমান ও নারী জাগরনী চক্র’র পরিচালক পারভীন আরা পপি।

আরও বক্তব্য রাখেন জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পের সমন্বয়ক খন্দকার আশরাফুন্নাহার আশা প্রমুখ। বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর