যশোরের চৌগাছায় হাসু খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের বাম হাতে ও বাম পায়ে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করা ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবদের জন্য নিহতের স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রবিবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত হাসু খাতুন উপজেলার চাকলা গ্রামের প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী। আলাউদ্দিন সম্প্রতি দুবাই থেকে বাড়িতে এসেছেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, সকালে খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করেন। মরদেহের পাশে দুটি ব্লেড পাওয়া গেছে। নিহতের বাম হাত ও বাম পায়ে ব্লেড দিয়ে ক্ষতিগ্রস্ত করা ছিলো। এরপর মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে যে ব্লেড দু'টি পাওয়া গেছে তা ওই নারী নিজে স্থানীয় একটি দোকান থেকে কিনেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফলে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসুর স্বামী আলাউদ্দিনকে হেফাজতে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ