নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হকার বিক্ষোভে গ্রেফতারকৃত জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম, কালু গাজী ও মানিক দেওয়ানের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন আদালতে ৭ দিনের রিমান্ড শুনানি হয়। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, হত্যার উদ্দেশ্যে আঘাত, সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি সহ নানা অভিযোগ আনা হয়েছে।
এর আগে ১০ মার্চ দুপুরে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এতে গ্রেফতারকৃত ৩ জনসহ আরও ২৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অন্য আসামিরা হলেন, ‘সোহেল, টিপু, যুবরাজ, সাজ্জাদ, কায়েস দর্জি, আল আমিন, সিদ্দিক, বিল্লাল হোসেন, মো. রায়হান, মামুন, হৃদয়, জাহাঙ্গীর, শফিকুল, এরশাদ, বিপ্লব, রাজু, রিয়াদ, নিজাম, করিম, সোহলে মিয়া, রিজন, নাসির, সাইফুল, শহিদুল, আমিনুল, মাহাবুব, বিমল কান্তি দাস।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন