একযুগে বাংলাদেশ প্রতিদিন পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে শরীয়তপুরে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার বেলা ১১টার দিকে চৌরঙ্গি মোরে এসআইআইটি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শরীয়তপুর পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তালুকদার, মোল্লা নাজিম উদ্দিন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সুশীল চন্দ্র দেবনাথ। আলোচনা সভায় উপস্থাপনা করেন বাংলাভিশনের প্রতিনিধি শহিদুজ্জামান খান।
এসময় জিটিভির প্রতিনিধি মো. মানিক মোল্যা, বোরহান উদ্দিন রাব্বানী, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি কবির উজ্জামান, দৈনিক হুংকারের যুগ্ম যুগ্ম বার্তা সম্পাদক খোরশেদ আলম বাবুল, নিউজ২৪ টিভির প্রতিনিধি রতন মাহমুদ, বাংলা টিভি প্রতিনিধি নয়ন দাস, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি মহসিন রেজা রিপন, কালের কণ্ঠ ডামুড্যা প্রতিনিধি মেহেদী হাসান, সজীব শিকদার, শফিকুর রহমান, আসাদ গাজী, জামাল, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই