সাভারে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে একটি হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব।
এসময় উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ, দৈনিক মানবজমিনের সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল্লাহ সুজন, সাংবাদিক রাজীব মাহামুদ ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা প্রমুখ।
অনুষ্ঠান চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও স্থানীয় পত্রিকার সাভারও আশুলিয়ার এবং ধামরাই কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, বন্ধু প্রতিদিন জেলা কমিটির নেতৃবৃন্দসহ রাজনৈতিক-সামাজিক, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই