বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একযুগে পদার্পণ উপলক্ষে সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
এর আগে নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সুর্যের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের কুড়িগ্রাম প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট।
এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন ও অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।
আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সিনিয়র সাংবাদিক সফি খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ। আলোচনা সভা ও সংক্ষিপ্ত র্যালি শেষে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পূর্তি উৎসব পালন করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এমআই