কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী এক ভুয়া পুলিশকে আটক করছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম কক্সবাজারের ইমাম হোসেন (৩৫)।
সোমবার রাতে উপজেলার হ্নীলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, টেকনাফ মডেল থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দেয় ইমাম হোসেন। পরে তার দেহে পুলিশের ইউনিফর্ম ও কোনও ধরনের কার্ড বা অস্ত্র না থাকায় পুলিশ পরিচয় দিলে স্থানীয়দের সন্দেহ হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মারধর করে স্থানীয় জনতা। সংবাদ পেয়ে থানার এসআই নসরুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ভুয়া পুলিশ আটকের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                    .jpg) 
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        