করোনা সংক্রমণ এড়াতে ও মানুষকে সচেতন করতে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি রাঙামাটি শহরের বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারে মানুষকে মাস্ক পরিধান করতে নির্দেশনা দেন। একই সাথে মাস্ক না পরার অপরাধে ৪ জনকে জরিমানাও করেন।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, দেশে আবারও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বাড়ছে মৃত্যুর হারও। এ বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। মাস্ক পরিধান না করলে করোনা আবারও ভয়াবহ রূপ নিতে পারে। তাই মাস্ক পড়তে হবে বাধ্যতামূলক। একই সাথে জনসমাগম ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর